• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

পাকিস্তানে গিয়ে করোনায় আক্রান্ত তিন ক্যারিবীয় ক্রিকেটার 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২১, ০৩:০০ পিএম
পাকিস্তানে গিয়ে করোনায় আক্রান্ত তিন ক্যারিবীয় ক্রিকেটার 

তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলতে পাকিস্তানে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ দল। ইতিমধ্যে দুঃসংবাদ পেয়েছে ক্যারিবীয়ানরা। কারণ তাদের দলের তিন জন ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া টিম স্টাফের একজনও করোনা পজিটিভ হয়েছে। 

করোনাভাইরাসে আক্রান্ত তিন ক্রিকেটার হলেন বাঁহাতি পেসার শেলডন কটরেল, অলরাউন্ডার রোস্টন চেস, ব্যাটসম্যান কাইল মেয়ার্স। কোচিং স্টাফের কোন সদস্যে করোনায় আক্রান্ত হয়েছেন তা জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার প্রধান নির্বাহী জনি গ্রেভ। 

তবে করোনা পজিটিভ হলেও তাদের মধ্যে কোনো উপসর্গ নেই। তবে তারা বর্তমানে আইসোলেশনে আছেন। 

তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হবে ১৩ ডিসেম্বর। বাকি টি-টোয়েন্টি ম্যাচ হবে ১৪ ও ১৬ ডিসেম্বর। আর ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১৮, ২০ ও ২২ ডিসেম্বর।  

খেলা বিভাগের আরো খবর

Link copied!